আমরা জানি বসবাসের জন্য যে বাসা তার দাম যাকাতের হিসাবে আসবে না। আমি সরকারী চাকরী করি। বসবাসের কোন বাসা নাই । ভাড়া বাসায় থাকি। নিজে বসবাসের জন্য বাড়ী করার /বাড়ীর জায়গা কেনার উদ্দেশ্যে মাসে কিছু টাকা ইসলামী ব্যাংকের নিজস্ব সঞ্চয়ী হিসাবে জমা করছি। প্রশ্ন হল এই জমাকৃত টাকা যাকাতের নেসাবের হিসাবে আসবে কি না? এই টাকা জমানোর অন্য কোন উদ্যেশ্য নাই।