আসসালামু আলাইকুম, আমি গত অনেক বছর যাবত প্রতি সন্ধ্যায়/রাতে সুরা-ওয়াকিয়া পড়ছি এবং আমি বিশ্বাস করি আল্লাহ এর দ্বারা আমার দারিদ্রতা দূর করে দিয়েছেন বা আমি খুব সচ্ছল জীবন-যাপন করছি। সত্যিই তাই হচ্ছেও এই আমল শুরু করার পর আল্লাহ আমাকে একবারের জন্যেও দারিদ্রতা/অভাব/ অসচ্ছল করেননি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি গত কিছুদিন হল জানতে পারলাম এই আমলের হাদিসটি নাকি জইফ আবার ;অনেক মুহাদ্দিস একে জাল হাদিস বলেও মতামত দিচ্ছেন। আমার প্রশ্ন হল, আমার এতদিনের আমল কি বৃথা?
আমি কি ভুল আমল/বিদাআত করছি?
আমার এতদিনের আমল আর এর প্রত্যক্ষ ফলাফল কি ভুল?
যদি হাদিস জইফ হয় এর উপর আমল করা যাবে?
আর যদি এই হাদিস জাল হয় তাহলে আমি দারিদ্রতা/অভাব থেকে মুক্ত থাকার জন্য কি কি আমল করব?
দয়া করে আমার প্রশ্নের যথাযথ উত্তর দিবেন। আল্লাহ আপনাকে উত্তম বদলা দিবেন ইনশাল্লাহ। আপনার উত্তরের আশায় রইলাম। বিনীত, জুবাইর