As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3694

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 11 Mar 2016

প্রশ্ন

আস সালামু আলাইকুম হুজুর কেমন আছেন..? জানি এত মেসেজের মাজে আমার এই মেসেজ হয়তো আপনি পরবেনও না। তারপরও আশা নিয়ে মেসেজ লিখলাম। খুব ইচ্ছে ছিল আপনার সাথে দেখা করে এগুলো জানার। নিয়তির পরিহাস দেখা করতে পারলামনা। যদি হুজুর মেসেজ টুকো পরেন আমাকে উত্তর দিয়ে সাহায্য করবেন :-
গত ২২জানুয়ারি ২০১৬ইং থেকে একটি মেয়ের সাথে আমার প্রেমের সম্পর্ক চলছিল। আমি শারীরিক ভাবে একটু অসুস্থ থাকায় ২০১৮ সালের ১০ জুন আমরা পরিবারের কাউকে না জানিয়ে একজন ছেলে বন্ধু এবং একজন মেয়ে বন্ধুর সহায়তায় কোর্ট এ বিয়ে করি। এরপর প্রায় ৬ মাস পর কোন এক তুচ্ছ কারণে আমাদের মধ্যে তুমুল ঝগড়া হয়,এক পযার্য়ে আমি ওকে রাগের মাথায় তালাক বলে ফেলি প্রায় ১০ বার এরপর যখন মেজাজ ভাল হয় তখন আমার মাঝে অনুশোচনা আসে,ওর মাঝে ও সেইম অনুশোচনা আসে। কিন্তু কি করব বোজতে পারতেছিলাম না কি করব। এর পর আমি শরনাপন্ন হলাম আমাদের মসজিদের খতিবের কাছে। উনাকে বিস্তারিত বলার পর উনি বললেন বিয়ে ই তো হয়নি তালাক কিভাবে হবে? তারপর আমি চাকরির দরুন ৬ মাস আমি আলাদা ই থাকতে হয়। এরমধ্যেই আমার শ্বশুর বাড়ির লোকজনও ব্যাপারটি জেনে যায় তাই তারা আমাকে ডেকে নিয়ে কথা বলে। এরপর যেহেতু কোর্টে বিয়ে সুতরাং রেজিস্ট্রি হয়নি তাই তখনও আমার পরিবার এর কাউকে না জানিয়ে ওদের বাসায় আবার বিয়ে হয়। পরবর্তীতে আমার ফেমিলি যখন জানতে পেরে বিষয়টি মেনে নেয়। *এখন আমার জানার বিষয় হল আমার বিয়েটা শরীয়াহ সম্মত হয়েছে কিনা?
*আমি যে রাগের মাথায় তালাক দিছিলাম ওইটা কি করা?
* এখন আমার করনীয় কি.?
note:আমরা দুইজন দুইজনকে ছাড়া একদিনও বাচবনা। দয়া করে উত্তর দিয়ে সাহায্য করবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।অভিভাবক ছাড়া কোন মেয়ের বিয়ে শুদ্ধ হয় কি না, এটা নিয়ে ফকীহদের মাঝে মতভেদ আছে। আমাদের দেশের আলেমরা তথা হানাফী মাজহাবের আলেমরা হয়ে যায় বলেই বলেন। সেই হিসাবে আপনাদের প্রথম বিবাহ শুদ্ধ ছিল এবং তালাক হয়ে গেছে। ফিরিয়ে নেওয়ার কোন সুযোগ নেই। পরবর্তী বিয়ে গ্রহনযোগ্য নয়। আর যদি অভিভাবক না থাকার কারণে প্রথম বিবাহ শুদ্ধ হয় নি, এই মত গ্রহন করা হয় তাহলে তালাক হয় নি। পরবর্তী বিয়ে শুদ্ধ হয়েছে। তালাক একটা বিশাল ব্যাপর, তালাক দেয়ার আগেই মাসআলা জানার উচিৎ দেয়ার পর মাসআলা জেনে খুব একটা লাভ হয় না। রাগের মাথায় তালাক দিলেও তালাক হয়ে যায়। আমার পরামর্শ হলো এবং তাকওয়ার দাবী হলো আপনাদের পৃথক হযে যাওয়া, এবং দুজনেরই অন্যত্র বিবাহ করা। আরো বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0041 নং প্রশ্নের উত্তর।