আসসালামু আলাইকমু। আমি একটি কোচিং সেন্টারে শিক্ষক হিশেবে কাজ করি। আমার ছাত্র তুলনায় ছাত্রী সংখ্যা বেশি আর বেশিরভাগ ছাত্রীরা বেপর্দা হয়ে আসে। এমন কনডিশনে আমার শিক্ষকতা করা জায়েয হবে?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। এই অবস্থায় যদি পর্দা করে আসেও তবুও দেহের পর্দা হয়তো হবে, কিন্তু হৃদয়ের পর্দা, মনের পর্দা কি এমন অবাধ মেলা-মেশায় আদৌ রক্ষা হবে? হবে না। আর যেহেতু পর্দা করেও আসছে না সেহেতু এখানে শিক্ষকতা করা আপনার জন্য জায়েজ হবে না। পর্দা রক্ষা করা ফরজ আর ইনকাম আপনি শিক্ষকতা বাদে বা অন্য কোথাও শিক্ষকতা করেও করতে পারেন।