ওয়া আলাইকুমুস সালাম। না, বৃষ্টির পানি উঠান থেকে ছিটে গায়ে লাগলে শরীব ও কাপড় নাপাক হবে না। তবে উঠান যদি নাপাক থাকে তাহলে ঐ নাপাকের উপর থেকে পানি ছিটকে গায়ে লাগলে নাপাক হবে। সন্দেহ থেকে বাঁচার উপায় হলো সন্দেহর উপর ভিত্তি করে কোন কাজ করা যাবে না। সন্দেহ হলেই সেই সন্দেহকে পাত্তা দেওয়া যাবে না। যে ব্যাপারে নিশ্চিত হবেন সেটাই শুধু গ্রহন করবেন।