আমার নাম মোঃ মেহেদী হাসান। আমার বন্ধু মোঃ শাওন, ওর অনেক দিন ধরেই একটা শব্দ বলে যা ও নিজেও জানে না… শব্দ টা হল Clubs Degree। কথা বলার মাঝখানে মাঝখানে এই শব্দ টা বলে… Clubs Degree। আমরা বললে ও বিশ্বাস করে না। একটু পর পর ভুলে যায় কিছু বলতে গেলে। মাস খানেক ধরে সমস্যা টা খুব বেশি… । সাপ্তহা ২ আগে…রাতে হঠাৎ বিছানের এক কোনায় খিচুনির মত কাত্রাছে আর নাক মুখ দিয়ে রক্ত পরছে… । স্বাভাবিক ভাবে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করান হয় । এমন কি বড় ডাক্তার দিয়েও সিটি স্ক্যান করান হয়… মাথার সমস্যা মনে করে… । এছাড়াও শরীরের কথাও কনো সমস্যা খুজে পয়াওয়া যায় নি। এখন ও আমার বন্ধুর সমস্যা সমাধান হয় নি… । এজন্য আমি আপনাদের সহযোগিতা কামোনা কড়ছি । অথবা এই বিষয়ে কোন আমোল আছে কী না..?