As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3649

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 26 Jan 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম, সুন্নাতে উদ্ভাসিত জীবন! ইসলাম তো জীবনব্যাবস্থা। কিন্তু আমি একজন মুসলিম হয়েও নিজ জীবনের সাথে তা মিলাতে পারিনা। আমি ধ্রুব সত্য জানি, তবু সে সত্য নিজ জীবনে এপ্লাই করতে পারিনা। দ্বীন যেভাবে পালন (কুরান সুন্নাহ ভিত্তিক) করা দরকার সেভাবে পারছি না। প্রশ্নঃ ইসলাম তো সংগবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আকড়ে ধরার নির্দেশ দিয়েছে, কিন্তু সেটা কিভাবে?
প্রশ্নঃ যারা দ্বিনি ভাই হবে তারাতো এক আত্মা এক প্রাণ হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান সময়ে সেটা কিভাবে?
প্রশ্নঃ রাসুল (সঃ) সর্বদাই সাহাবি (রাঃ) দের পরামর্শ, আদেশ- উপদেশ, দিয়ে সহায়তা করেছেন। কিন্তু বর্তমানে রাসুলের উম্মতরা কার থেকে পরামর্শ নিবে? কিংবা পরামর্শ নিয়েও কিভাবে তা নিজ জীবনে এপ্লাই করবে?
*** আব্দুল্লাহ জাহাঙ্গির স্যার এর কথা শুনলে মনে হয় ইসলামের সৌন্দর্য এটাই। অনেক ইচ্ছা ছিল স্যারের সাথে নিয়মিত যোগাযোগ রাখার। কিন্তু আমার মত গুনাহগার, এলেমহীন ছেলের দ্বারা তা সম্ভব হয় নি। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সম্ভব হলে আমাকে আপনাদের অন্তর্ভুক্ত করে নেয়ার। আমি আমার মেধাকে ব্যবহার করতে চাই জান্নাতের পথে হাটতে। এ সমাজকেসুন্দর করতে। অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করবেন। আমার দ্বারা যদি কোন উপকার হয় সেটা আমার ভালো লাগবে, আমি ১ টি সুন্দর সমাজের অংশ হতে চাই যেখানে পরিপূর্ণ ইসলাম চর্চা হবে
বর্তমানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নত, চতুর্থ বর্ষ
https://www.facebook.com/MHNirobdu

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রথম কথা হলো আপনি এই সব নিয়ে বেশী চিন্তা করবেন না। হালাল-হারাম মেনে চলবেন, ফরজ-ওয়াজিব আমল বাদ দিবেন না।এমন করলেই আপনি ইসলামের ভিতর পরিপূর্ণ দাখিল হয়ে যাবেন। কোন বিষয় জানার দরকার হলে বিজ্ঞ কোন আলেমের নিকট থেকে জেনে সে অনুযায়ী আমল করবেন। ব্যক্তিগতভাবে কারো প্রতি বিদ্বষ পোষন করবেন না, কাউকে ঘৃনা করবেন না। কাউকে ভালোবাস বা ঘৃনা সেটা হবে আল্লাহর জন্য। সমাজে, রাষ্ট্রে যেন দ্বীন প্রতিষ্ঠা হয়, দ্বীনি পরিবেশ বজায় থাকে সে জন্য দাওয়াতী কাজ করবেন, আলেমদের কর্মসূচীর সাথে একাত্নতা প্রকাশ করবেন। এভাবেই আপনি ইসলামকে আকড়ে ধরে রেখে সকল মূমিনের সাথে এক আত্নায় মিশে যাবেন ইনশাআল্লাহ।