As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3642

ব্যক্তিগত ও তাবলিগ

প্রকাশকাল: 19 Jan 2016

প্রশ্ন

আসসালামু আলাইকুম,
১. গবাদি পশুর যাকাতের বিধান কি। ২. নামাজে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়ার বিধান কি?
ইমাম যখন চুপিচুপি পড়ে ( যেমন: জোহর, আছোর) এই সময় ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে আর যখন ইমাম জোরে পড়ে ( যেমন : ফজর, মাগরিব, এশা) ইমামের তেলোয়াত শুনতে হবে। এখন আমার মূল প্রশ্ন হোলো মাগরিবের শেষ রাকাত আর এশার শেষ ২ রাকাতে ইমাম চুপিচুপি পড়ে সেই সময় কি করবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। গবাদী পশুর নিদিষ্ট পরিমানে পৌছালে যাকাত দিতে হয়। যেমন, ৩০টি গরুতে একটি গরু, ৪০টি ছাগলে একটি ছাগল, ৫টি উটে একটি ছাগল। তবে শর্ত হলো এই পশু গুলো বছরের অধিকাংশ সময় মাঠে-প্রান্তরে খাবার খাবে। আর যদি বছরের অধিকাংশ সময় বাড়ির খাবার খায় তাহলে যাকাত ওয়াজিব হবে না। আর কেও যদি গরু ছাগলে ব্যবসা করে তাহলে পরিমান যায় হোক উক্ত গরু ছাগলের দাম হিসাব করে শতকারা আড়াই টাকা যাকাত দিতে হবে। ২। ইমামের পিছনে সূরা ফাতিহার বিষয়ে আমাদের দেয়া 0140 নং প্রশ্নের উত্তর দেখুন। মাগরিবের শেষ রাকাত আর এশার শেষ ২ রাকাতেও সূরা ফাতিহা পড়া যায়।