As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3639

বিবাহ-তালাক

প্রকাশকাল: 16 Jan 2016

প্রশ্ন

আস সালামু আলাইকুম, আমার প্রশ্ন হল যে, বিয়ে করা কি ফরজ নাকি সুন্নত?

উত্তর

বিয়ে করা আল্লাহর নবীর সুন্নাত। একজন সাহাবী বললেন,أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلاَ أَتَزَوَّجُ أَبَدًا আমি মহিলাদেরকে (স্ত্রী) বর্জন করবো, কোন দিন বিয়ে করবো না। তখনরাসূলুল্লাহ সা. বললেন,وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي আমি মহিলাদেরকে বিবাহ করেছি, যে ব্যক্তি আমার সুন্নাত থেকে অনীহা প্রকাশ করবে সে আমার দলভূক্ত নয়। সহীহ বুখারী, হাদীস নং ৫০৬৩। সুতরাং আপনার যদি সামর্থ্য থাকে তাহলে বিয়ে করা আবশ্যিক সুন্নাত। আর যদি গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে ফরজ।