As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3636

নামায

প্রকাশকাল: 13 Jan 2016

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামাতে নামাজ মিস হয়ে গেলে বাড়িতে জামাত করার সময় বাবা ছেলে একসাথে পড়া যায়। মা কি এই জামাতে দাঁড়াতে পারবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মা তথা মহিলারা পিছনে আলাদা কাতারে দাঁড়াবে। প্রথমে ইমাম সাহেব এরপর পুরুষরা এরপর মহিলারা দাঁড়াতে হবে।