As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3629

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 6 Jan 2016

প্রশ্ন

আমি মেসে থাকি। তো একদিন মেসে রান্না করার জন্য মুরগী নিয়ে আসা হয়। সাধারণত মুরগী যেখানে জবাই ও চামড়া ছিলানো হয়, সেখানে অনেকগুলো জবাইকৃত মুরগীর প্রবাহিত রক্তের সাথে সাথে মুরগীর দেহ মাখামাখি হয়। আর সেই মুরগীর গলায়, মাথায় প্রবাহিত রক্তের কিছুটা থেকে যায় ও জমে যায়। তো এরকম একটি মুরগী মেসে নিয়ে আসা হয়, ধোয়া-কাটার দায়িত্ব ছিল আমার। তো আমি একটি পাতিলে করে মুরগীটির মাথা, গলায় জমে থাকা রক্ত ও দেহের রক্ত পানি দিয়ে ধুই ও পাতিলের পানি বেসিনে ফেলি। এভাবে দুইবার করি। (তখনো মুরগীর দেহে প্রবাহিত নয় এমন রক্ত জমে ছিল)। তৃতীয়বার ধুয়ে পানি ফেলার সময় বেসিন থেকে কিছু পানি টাইলসের মেঝেতে পরে( আধা গ্লাস পরিমান) । তো সে সময় একজন পানি দিয়ে ঘর মুছতেছিল । তাকে বললাম এ অংশের পানিটা বাদে ঘর মুছতে। কিন্তু এটা যে অপবিত্র পানি সে তা না বুঝে বলে, সমস্যা নাই এবং সেই পানি সহ পুরও মেসের ফ্লোর মুছে ফেলে। সেই ফ্লোরের পানিতে পারা দিয়ে অনেকে ওয়াশরুমের সামনের পাপোস ও অন্যান্য পাপোসে পা মুছে। ফ্লোরের পানি একসময় শুকিয়ে যায়। কিন্তু পাপোসগুলোতে সেই পানি লেগেই থাকে এবং নিয়মিত সেগুলো ভেজা পায়ে পারা দেওয়া হয় ও ঘরে, ফ্লোরের তোষকে, বিছানায় চলাচল করা হয়। আমি কোনমতে আমার বিছানা ও তোষক বাঁচিয়ে রেখেছি। কাউকে কিছু বলতেও পারছিনা। মেসে আমি সহ বেশ কয়েকজন নামাজ পড়ি। সবাই এভাবেই নামাজ পড়ছে, কারন তারা কিছু জানেনা। এক্ষনে আমার করনীয় কী আমাকে জানাবেন প্লিজ।

উত্তর

আপনি ঐ পাপোশগুলো ধুয়ে দিবেন, তাহলে কোন সমস্যা হবে না।