শেষের দুই রাকাত জামাতে পড়লে, ৩য় বা ৪র্থ কিংবা ৩য়, ৪র্থ রাকাত নামাযে সূরা ফাতেহা পড়ার পর অন্য কোন সূরা পড়ার আবশ্যিকতা কতটুকু?
উত্তর
শেষের ২রাকআত ইমামের সাথে পড়ার পর দাঁড়িয়ে বাকী দুই রাকআতে সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানো ওয়াজিব। কারণ পরের ২ রাকআত মূলত আপনার প্রথম ২ রাকআত। আর প্রথম ২ রাকআতে সূরা মিলানো ওয়াজিব।