As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3610

জানাযা-কবর যিয়ারত

প্রকাশকাল: 18 Dec 2015

প্রশ্ন

Assalamu alikum orahmatullah….আমার প্রশ্ন হল, মৃত ব্যক্তির জন্য তার আত্মীয় স্বজনেরা ঐ মৃত ব্যক্তিকে সওআবের নিয়তে কুরআন পড়লে কি সে কবরে থেকে সওআব পাবে? নাকি যে পরে তার হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মৃত ব্যক্তিকে সওআবের নিয়তে কুরআন পড়লে সেই সওয়াব মৃত ব্যক্তি পাবে মর্মে কোন হাদীসে নেই। তবে মৃত ব্যক্তির সন্তানদের সওয়াবের অংশ পিতামাতা এমনিতেই পাবে। তবে তাদের জন্য দান-সদকা করলে তার সওয়াব তারা পাবে। এই বিষয়ে বিস্তারিত জানতে দেখুন আমাদের দেয়া 0304 নং প্রশ্নের উত্তর।