ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। আপনি যে হাদীসটির কথা উল্লেখ করেছেন সেটি একই সনদে অনেকগুলো কিতাবে বর্ণনা করা হয়েছে। সুনানু তিরমিযী, হাদীস নং ৩৫০৭; সহীহ ইবনে হিব্বান, হাদীস নং ৮০৮; মুসতাদরক হাকীম, হাদীস নং ৪১। সনদসহ হাদীসটির কিছু অংশের মূল আরবী পাঠ হলো (তিরমিযী থেকে নেয়া) ; حدثنا إبراهيم بن يعقوب الجوزجاني حدثني صفوان بن صالح حدثنا الوليد بن مسلم حدثنا شعيب بن أبي حمزة عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة قال :قال رسول الله صلى الله عليه و سلم إن لله تعالى تسعة وتسعين اسما من أحصاها دخل الجنة এই হাদীসের বিষয়ে ইাম তিরমিযী বলেন, هذا حديث غريب حدثنا به غير واحد عن صفوان بن صالح ولا نعرفه إلا من حديث صفوان بن صالح وهو ثقة عند أهل الحديث অর্থ: এই হাদীসটি গরীব, সফওয়ান থেকে অনেকেই হাদীসটি বর্ণনা করেছেন। তবে সফওয়ান ছাড়া অন্য কেউ বর্ণনা করেছেন বলে জানা যায় না।আর সে মুহাদ্দিসদের নিকট ছিকাহ। অর্থাৎ ইমাম তিরমিযীর বক্তব্য হলো হাদীসটির সনদ গ্রহনযোগ্য। ইমাম যাহাবী রহ. বলেন,
لم يخرجا الأسامي لتفرد الوليد بها وليس ذا بعلة فالوليد أوثق وأحفظ من أبي اليمان وعلي بن عياش
অর্থ: ইমাম বুখারী ও মুসলিম (আল্লাহ তায়ালার) নামগুলো উল্লেখ করেননি কারন ওলীদ (একজন রাবী) একাকী বর্ণনা করেছেন। তবে এটা কোন ইল্লত (সমস্যা) নয়। কেননা ওলীদ আবিল ইয়ামান এবং আলী ইবনে আয়্যাশ থেকে অধিক ছিকাহ এবং ভাল মুখস্ত রাখেন। (উল্লেখ্য যে, সহীহ বুখারী ও সহীহ মুসলিমে (আল্লাহ তায়ালার) নামগুলো ছাড়া হাদীসটি আবু হুরায়রা রা. থেকে অন্য সনদে বর্ণিত আছে। ইমাম জাহাবী সেদিকে ইশারা করেছেন)। এই বক্তব্য থেকে স্পষ্ট যে, ইমাম যাহাবী রহ. হাদীসটির সনদকে সহীহ মনে করেছেন। শায়খ শুয়াইব আরনাউত বলেন,
قال شعيب الأرنؤوط : رجاله ثقات
অর্থ: হাদীসটির রাবীগণ ছিকাহ। (সহীহ ইবনে হিব্বান এর তালীক)। উল্লেখ্য আলোচনা থেকে স্পষ্ট যে, হাদীসটির সনদ সহীহ। তবে উল্লেখিত নামগুলো হাদীসের অংশ কিনা এই নিয়ে বিতর্ক আছে। এই বিষয়ে মুহাদ্দিস মুহম্মাদ ইবনে ইসমাইল আমীর সানয়ানী (মৃত্যু ১১৮২ হি.) বলেন,
…وساق الترمذي وابن حبان الأسماء والتحقيق أن سردها إدراج من بعض الرواة اتفق الحفاظ من أئمة الحديث أن سردها إدراج من بعض الرواة
… তিরমিযী ও ইবনে হিব্বান নামগুলো উল্লেখ করেছেন। তবে গবেষনালব্ধকথা হলো যে, এই নামগুলো কোন এক রাবী কর্তৃক হাদীসের মধ্যে প্রবেশ করেছে। হাফেজে হাদীসগণ একমত যে, এই নামগুলো কোন একজন রাবী থেকে হাদীসের মধ্যে প্রবেশ করা হয়েছে। সুবুলুস সালাম, ৪/১০৮। তবে এই হাদীসে উল্লেখিত নামগুলো আল্লাহ তায়ালার নাম এবং এই নামগুলে ব্যতিত আল্লাহ তায়ালার আরো নাম আছে। এই নামগুলো ছাড়া আল্লাহ তায়ালার কোন নাম নেই বিষয়টি এমন নয়।