As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3604

সালাত

প্রকাশকাল: 12 Dec 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একটা বিষয়ে জানতে চাই। ছোট বাচ্চা যদি শরীরে প্রস্রাব করে তাহলে কি নামাজ পড়া যাবে, যদি কাপড় পাল্টিয়ে নেই গোসল না করে তাহলে কোন সমস্যা হবে, আর যদি নামাজ পড়া যায় কত বছর পর্যন্ত ছোট বাচ্চাদের প্রস্রাবে সমস্যা হবে না। যদি এই বিষয়ে পরিপূর্ণ আলোচনা করে উত্তরটা দেন তাহলে অনেক উপকৃত হব

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। পেসাব শরীরে লাগলে ঐ স্থানটুকু ধুয়ে ফেলতে হবে, গোসলা করা লাগবে না। আর পোশাকে লাগলে পোশাকের যে অংশে লেগেছে সেই অংশ ধুয়ে ফেলতে হবে। ছোট-বড় সকলের ক্ষেত্রেই এই হুকুম প্রযোজ্য। তবে ২বছরের কম বয়সি ছেলে শিশুদের ক্ষেত্রে ধোয়াটা একটু নরমাল হলেও সমস্যা নেই। হাদীসে এসেছে عَنْ أُمِّ قَيْسٍ بِنْتِ مِحْصَنٍ أَنَّهَا أَتَتْ بِابْنٍ لَهَا صَغِيرٍ لَمْ يَأْكُلِ الطَّعَامَ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَأَجْلَسَهُ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي حِجْرِهِ فَبَالَ عَلَى ثَوْبِهِ فَدَعَا بِمَاءٍ فَنَضَحَهُ وَلَمْ يَغْسِلْهُ উম্মে কায়েস বিনতে মিহসাম একবার তার একটি ছোট পুত্র সন্তানকে নিয়ে রাসুলুল্লাহ সা. এর কাছে আসলেন যে বাচ্চা তখন পর্যন্ত (দুধ ছাড়া) কোন খাবার খেত না। রাসূলুল্লাহ সা. বাচ্চাটিকে নিজের কোলের উপর বসালেন। তখন বাচ্চাটি রাসূলের কাপড়ে পেশাব করে দিল তখন তিনি পানি নিয়ে আসতে বললেন। এবং কাপড়টির উপর পানি ছিটিয়ে দিলেন, ধৌত করলেন না। সহীহ বুখারী, হাদীস নং ২২৩। অর্থাৎ সকল শিশুর পেশাবই অপবিত্র তবে পবিত্র করার ক্ষেত্রে ছেলে শিশুর ব্যাপারে একটু শিথীলতা আছে। অনেক আলেম মনে করেন, ছেলে শিশুদের ক্ষেত্রেও ধৌত করতে হবে। সুতরাং ধুয়ে ফেলায় উত্তম।