মুসাফির স্থানীয় ইমামের পিছনে চার রাকআতই পড়বে। একাকি পড়লে কিংবা মুসাফির ইমামের পিছনে ২ রাকআত পড়বে। মুসাফির ইমামতি করতে পারবে তবে সে চার রাকআত পড়বে না, বরং ২ রাকআত পড়ে সালাম ফিরাবে আর স্থানীয় মুসল্লিরা বাকী ২ রাকআত নিজে নিজে আদায় করবে। আর ফজর ও মাগরিবের নামাযে কোন কসর নেই।