As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3599

সফর

প্রকাশকাল: 7 Dec 2015

প্রশ্ন

১. মুসাফির চার রাকাত জমায়াতে কত রাকাত আদায় করবেন?
২. মুসাফির অন্যত্র জামায়াতে ইমামতি কী করতে পারে?
দয়া করে বুঝিয়েবলবেন।

উত্তর

মুসাফির স্থানীয় ইমামের পিছনে চার রাকআতই পড়বে। একাকি পড়লে কিংবা মুসাফির ইমামের পিছনে ২ রাকআত পড়বে। মুসাফির ইমামতি করতে পারবে তবে সে চার রাকআত পড়বে না, বরং ২ রাকআত পড়ে সালাম ফিরাবে আর স্থানীয় মুসল্লিরা বাকী ২ রাকআত নিজে নিজে আদায় করবে। আর ফজর ও মাগরিবের নামাযে কোন কসর নেই।