As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3592

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 30 Nov 2015

প্রশ্ন

আমি রাসেল। আমি এই প্রশ্নটা আরও একবার করেছি কিন্তু উত্তর পাই নাই । দয়া করে আমার প্রশ্নর উত্তর দিবেন । আমি স্বামী এবং স্ত্রীর সহবাস নিয়ে জানতে চাচ্ছি । আমি জানি যে মাসিক র সময় সহবাস করা, মলদ্বার দিয়ে সহবাস করা এবং লজ্জাআস্থানে মুখ লাগানো হারাম । স্বামী স্ত্রীর সহবাসের সময় কি একে অপরের লজ্জাস্থান দাখতে পারবে? একে অপরের লজ্জাস্থান কি মর্দন করতে পারবে (যৌন তৃপ্তির জন্য )? আমি বাংলাদেশের কিছু বই পরেছি যেখানে বলা হয়েছে যে, লজ্জাস্থান দৃষ্টি দেওয়া ঠিক না । কিন্তু শায়খ নাসির উদ্দিন আলবানি (র) র বই আদাবুল জিফাফ এ পরেছি যে স্বামী স্ত্রীর একে অপরের লজ্জাস্থান এ দৃষ্টি দেওয়া, মর্দন করা সম্পূর্ণ জায়েজ এবং এই কাজ গুলো করলে স্বামী স্ত্রীর আল্লাহর থাকে সওয়াব পাবে । শায়খ আলবানি (র) ইমাম আবু হানীফা (র) র থাকে দলিল দিয়েছেন । আমার আরও একটা প্রশ্ন হলও যে স্বামী স্ত্রীর কি সহবাসের সময় কি বন্ধ রুমের ভিতর সম্পূর্ণ বিবস্র হতে পারবে? বাংলদেশের আলেমদের (র) মতামত হল সম্পূর্ণ বিবস্র হওয়া নিষেধ । কিন্তু শায়খ আলবানি (র) র বই এবং শায়খ সলিহ আল মুনাজ্জিদ ( হা যা) র ওয়েবসাইট IslamQA এ বলা হয়েছে যে এইটা সম্পূর্ণ জায়েজ ।এখন কনটা অনুসরণ করবো? অনুগ্রহ করে আমার প্রশ্নর উত্তর দিবেন । জাজাকামুল্লাহ খাইরান ।

উত্তর

শায়খ আলবানী রহি. এর বক্তব্য সঠিক ও সহিহ্।স্বামী স্ত্রীর একে অপরের লজ্জাস্থান এ দৃষ্টি দেওয়া, মর্দন করা সম্পূর্ণ জায়েজ, একাধিক হাদীস থেকে এটা বুঝা যায়। তবে সুনানু ইবনু মাজার একটি হাদসে (৬৬২ন ং) আয়েশা রা. বলেছেন, مَا نَظَرْتُ أَوْ مَا رَأَيْتُ فَرْجَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَطُّ). আমি রাসূলুল্লাহ সা.এর লজ্জস্থানের দিকে তাকাই নি। এই হাদীসের ভিত্তিতে অনেকে বলেন, না দেখা উত্তম। তবে হাদীসটি দূর্বল, দলীলযোগ্য নয়। স্বামী স্ত্রীর সহবাসের সময় সম্পূর্ণ বিবস্ত্র হতে পারবে। না জায়েজ হওয়ার কোন দলীল নেই। আশা করি আপনার উত্তর পেয়েছেন।