As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3580

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 18 Nov 2015

প্রশ্ন

পাঁচ বছর আগে আমার অনেক নামাজ কাজা করেছি তা কি ভাবে আদায় করবো। আগে আমি নামাজে অনিয়মিত ছিলাম। এখন তা পরিপূর্ন কিভাবে পুরোন করবো। দয়া করে জানান

উত্তর

আগে কত ওয়াক্ত নামায ছেড়ে দিয়েছেন সেটা আনুমানিক হিসাব করুন। এখন প্রতি ওয়াক্তের নামায আদায়ের সময় ঐ ওয়াক্তের কাজা কিছু কিছু করে আদায় করুন। এভাবে করলে আপনার জন্য হিসাব রাখা সহজ হবে। এর বাইরে আপনি যে কোন সময় যে কোন ওয়াক্তের কাজা নামায পড়তে পারেন। পূর্বে নাময ছেড়ে দেয়ারা কারণের বেশী বেশী আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করবেন।