আস সালামু আলাইকুম ভাই, আমার প্রশ্নটা হল, অলিগনকে কি আল্লাহ বিশেষ কোন ক্ষমতা দান করেন? আর, উমরী কাযা নামাজ হাদিসে আছে নাকি?
উত্তর
ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ বিশেষ প্রিয় বান্দাদের থেকে কখনো কখনো অলৌকিক কোন কাজ প্রকাশিত হতে পারে, তবে এটা তাদের এমন ক্ষমতা নয় যে, যখন ইচ্ছা করতে পারে। এসব বিষয়ের পিছনে পড়ে না থাকে ইসলাম নির্দেশত দায়িত্ব পালন করতে থাকুন। রাসূলের যুগে বছর বছর কেউ নামায ত্যাগ করে নি। তাই হাদীসে এই বিষয়ে কোন আলোচনা আসা সম্ভব নয়। তবে অধিকাংশ আলেমের মতে জীবেনর যে সব নামায বাদ পড়ে গেছে সেগুলো অদায় করতে হবে এবং তাওবা-ইসতিগফার করতে হবে।