As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3570

হাদীস

প্রকাশকাল: 8 Nov 2015

প্রশ্ন

আমার প্রশ্ন: মহিলাদের হায়েজ অবস্থায় নামাজ, রোজা,কোরয়ান তেলায়ত, ইত্যাদি আমল করতে পারবে কি না। এ বিষয়ে একটু বিস্থারিত বলবেন ধন্যবাদ।

উত্তর

হায়েজ অবস্থায় নামায পড়া নিষেধ আর এই নমায পরে কাজা করা লাগবে না। রোজা রাখাও নিষেধ তবে এই রোজাগুলো পরে কাজা করতে হবে। কোরআন তেলাওয়াতও করা যাবে না, এটাই বিশুদ্ধ মত। তবে হাদীস পড়তে পারবে, কুরআন ও হাদীসের দুআ ও দরুদ পড়তে পারবে।