আসসালামু আলাইকুম, ১) ফসলি জমি উপর যাকাত দিতে হবে কি? ২) আমি নিজে জমি চাষ করি না। বছর হিসেবে বিঘা প্রতি নিদিষ্ট পরিমাণ টাকা নিয়ে থাকি। এখন আমার এই টাকার উপর যাকাত দিতে হবে কিনা? ৩) আর নিজের বাড়ি হতে সংগ্রহিত টাকার উপর যাকাত দিতে হবে কি না?আপনাদের মাদ্রাসায় কি যাকাত প্রদান করা যাবে? যদি যায় তাহলে ব্যাংক একাউন্ট/বিকাশ/রকেট নাম্বার দিলে ভালো হতো। জাজাকাল্লাহ