As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3567

আকীকা

প্রকাশকাল: 5 Nov 2015

প্রশ্ন

১। আমার পিতা, মাতার আকিকা দেওয়া নাই এবং আমার আকিকা দেওয়া হয়নি এখন আমার সন্তান এর আকিকা দেওয়া যাবে কি না? ২। একটি গরু দিয়ে পিতা, মাতা, নিজ এবং সন্তানের আকিকা দেওয়া যাবে?

উত্তর

আপনার পিতা-মাতা এবং আপনার আকীকা দেয়া না থাকলেও আপনার সন্তানদের আকীকা দিতে কোন সমস্যা নেই। ছোট পশু যেমন, ছাগল-ভেড়া দিয়ে আকীকা দেয়া সুন্নাত। ছেলেদের জন্য দুটি আর মেয়েদের জন্য একটি পশু আকীকা দিতে হয়। গরু বা বড় পশু দিয়ে একাধিক ব্যক্তির পক্ষ থেকে আকীকা দেয়ার ব্যাপারে শায়েখ বিন বায বলেছেন, نرجو أن يجزئ আশা করি এটা যথেষ্ট হবে। অর্থাৎ জায়েজ হবে। তবে সর্বাবস্থায় ছোট পশু আকীকা দেয়া উত্তম।