As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3561

বিবিধ

প্রকাশকাল: 30 Oct 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার ২ টি প্রশ্ন। প্রথম প্রশ্নঃ (১)আমাদের সিলেটে একটা প্রথা চালু আছে, তা হলো কেউ যদি ভাত খেতে থাকে তখন কেউ তাকে সালাম দেয় না। মেহমান ঘরে এসে বলে আপনি খাচ্ছেন তাই সালাম দিচ্ছি না। আবার খেতে থাকা লোকটাও সালাম না দিয়ে বলে ভাত খাচ্ছি তাই সালাম দিতে পারছি না। আমার প্রশ্ন হলো ভাত খেতে খেতে সালাম দেওয়া নেওয়ার ব্যাপারে ইসলামের বিধান কি?
দ্বিতীয় প্রশ্নঃ (২) প্রতিটি মসজিদেই কমিটি থাকে মসজিদ পরিচালনার জন্য। প্রেসিডেন্ট, সেক্রেটারি, কোষাধ্যক্ষ,সদস্য, এসকল পদবি নিয়ে কমিটি গঠন পক্রিয়া আবিষ্কার করেছে ইহুদি নছরা । আমার ধারণা এ সকল কারনেই মসজিদ কমিটিতে শুধু মারামারি। আমার প্রশ্ন হচ্ছে মসজিদ পরিচালনার ব্যাপারে ইসলামের পদ্দ্বতি বা দিক নির্দেশনা কি?
দলিলসহকারে উত্তর চাই । একটু বিস্তারিত জানাবেন প্লিজ ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাত খাওয়ার সময় বা কোন কিছু খাওয়ার সময় সালাম দেয়া যাবে না মর্মে কোন হাদীস নেই।সুতরাং সালাম দেয়া যাবে। ২। মসজিদ পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দেয়া যেতে পারে, এটা ইসলামসম্মত। আল্লাহ তায়ালার স্থায়ী নিয়ামত যারা পাবে তাদের গুনাগুণ বর্নণা করতে গিয়ে আল্লাহ তায়ালা বলেছেন, وَأَمْرُهُمْ شُورَى بَيْنَهُمْ আর তাদের কাজগুলো হবে পরস্পর পরামর্শের ভিত্তিতে। সুতরাং মসিজদে পরিচালনার ক্ষেত্রে পরস্পর পরামর্শের ভিত্তিতে বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পালন করলে এটা না জায়েজ কিছু না, বরং এটাই হওয়া উচিৎ। তবে এই নিয়ে বিশৃংঙ্খলা সৃষ্টি ইসলামসম্মত নয়।