আমার প্রশ্ন হলো কেও যদি প্রস্রাব বা পায়খানার পর টিসু ব্যবহার না করে সরাসরি পানি ব্যবহার করে নাপকস্থান ধুয়ে ফেলে তাহলে কি সে অযু করে নামায আদায় করতে পারবে নাকি তাকে গোসল করতে হবে নামায আদায়ের জন্য?
উত্তর
শুধু অযু করলেই হবে। পানি ব্যবহারের আগে টিস্যু ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ কোন বিষয় নয়, করলে ভালো, না করলে কোন সমস্যা নেই।