ওয়া আলাইকুমুস সালাম। স্বামীর জন্য স্ত্রী দুআ করলে, স্ত্রীর জন্য স্বামী দুআ করলে এবং যে কোন মুসলিমের জন্য অন্য মুসলিমের দুআ কাজে আসবে। কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন,
وَالَّذِينَ جَاؤُو مِن بَعْدِهِمْ يَقُولُونَ رَبَّنَا اغْفِرْ لَنَا وَلإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالإِيمَانِ وَلا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلاًّ لِّلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَؤُوفٌ رَّحِيمٌ
অর্থ: (মূমিনদের থেকে যারা মারা যায় )তাদের পরে যারা দুনিয়াতে আসবে তারা বলবে, হে আমাদের প্রতিপালক! তুমি আমাদের এবং যারা ঈমাণের সাথে আমাদের অগ্রগামী হয়েছে তাদের ক্ষমা করে দাও আর আমাদের হৃদয়ে মূমিনদের ব্যাপারে কোন বিদ্বেষ সৃষ্টি করো না। নিশ্চয় আপনি দয়ার্দ্র দয়াময়। সূরা হাশর, আয়াত ১০। সুতরাং আমাদের উচিৎ আমাদের সকল আত্মীয়স্বজন ও সকল মুসলিমের জন্য দুআ করা ।