As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3539

জান্নাত-জাহান্নাম

প্রকাশকাল: 8 Oct 2015

প্রশ্ন

একজন অসহায় মহিলা ইসলামি ব্যাংকে টাকা রেখে টাকার প্রফিট/সুদ কি খেতে/নিতে পারবে?

উত্তর

মূল কথা হলো টাকা তিনি সুদে লাগাতে পারবেন না, সুদের টাকা ব্যবহার করতে পারবে না।যে ব্যাংকেরই হোক না কেন। আর যদি টাকা সুদের না হয় তাহলে ব্যবহার করতে পারবেন। এখন দেখতে হবে ইসলামী ব্যাংকে টাকা রাখার পর যে টাকা দেয় সেটা সুদের কি না? সুদের হলে পারবেন না। ঐ টাকা অন্য কোন হালাল ব্যবসাতে বিনিয়োগ করে সেই লাভ দিয়ে সংসার চালাবেন।