As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3535

হাদীস

প্রকাশকাল: 4 Oct 2015

প্রশ্ন

আচ্ছা আমার প্রশ্ন খুবই সংক্ষিপ্ত। একটা হাদীস জানতে চাচ্ছিলাম আরকি। নবীজী সাঃ জীবনে একবার দাড়িয়ে প্রসাব করেছিলেন সেইটা সম্পর্কে হাদীস টা কতো নাম্বার হাদীস এবং কোন হাদীসে আছে?। ধন্যবাদ।

উত্তর

হাদীসটির আরবী পাঠ হলো أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُبَاطَةَ قَوْمٍ فَبَالَ قَائِمًا সহীহ বুখারী, হাদীস নং ২২৪। এটা একটি ব্যতিক্রমি ঘটনা, রাসূলুল্লাহ সা. এর স্বাভাবিক আমল হলো বসে প্রস্রাব করা।