As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3528

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 27 Sep 2015

প্রশ্ন

আস সালামু আলাইকুম, আমার প্রশ্ন হল যে, ইসলাম এ ত বলা আছে নিজের বাবা ছাড়া আর কাউকে বাবা ডাকা যাবে না। তাহলে আমার স্ত্রী আমার বাবাকে কি বলে ডাকবে। ধন্যবাদ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।কাউকে তার আসল পিতা ছাড়া অন্য কারো দিকে পিতার সম্পর্ক করে ডাকা নিষেধ। যেমন, আব্দুল্লাহর বাবার নাম ইসমাইল। খালেদ, আব্দুল্লাহকে লালন-পালন করায় অনেকে তাকে খালেদের ছেলে আবদুল্লাহ বলতে পারে এটা নিষদ্ধ, কারণ সে খালেদের ছেলে নয়, ইসমাইলের ছেলে। শ্বশুর- শাশুড়িকে সম্মানসূচকভাবে আব্বা-মা বললে না জায়েজ হবে না।