ওয়া আলাইকুমুস সালাম।কাউকে তার আসল পিতা ছাড়া অন্য কারো দিকে পিতার সম্পর্ক করে ডাকা নিষেধ। যেমন, আব্দুল্লাহর বাবার নাম ইসমাইল। খালেদ, আব্দুল্লাহকে লালন-পালন করায় অনেকে তাকে খালেদের ছেলে আবদুল্লাহ বলতে পারে এটা নিষদ্ধ, কারণ সে খালেদের ছেলে নয়, ইসমাইলের ছেলে। শ্বশুর- শাশুড়িকে সম্মানসূচকভাবে আব্বা-মা বললে না জায়েজ হবে না।