As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3513

বিবাহ-তালাক

প্রকাশকাল: 12 Sep 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, Husband, wife কে দুই বারে দুইটা তালাকের নোটিশ পাঠায়,পরে wife ও Husband, কে একটা তালাকের নোটিশ পাঠায়,তারা তিন বছর ছয় মাস আলাদা আছে। তবে দুজনের মধ্যে যোগাযোগ ছিলো। কেউ কাউকে মৌখিক তালাক দেয়নি। এখন তারা আবার সংসার করতে ছায়। ইসলামের বিধান কি? কিভাবে তারা এক হতে পারবে, তাদের এক মেয়ে দুই ছেলে আছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তালাক লিখিত দিলেও কার্যকর হয়। উক্ত নোটিশে কি লেখা আছে সেটা না দেখে উত্তর দেয়া কষ্টকর। যদি তিন তালাক লেখা থাকে (যেটা সাধারণত লেখা হয়ে থাকে) তাহলে তাদের নতুন করে সংসার কোন উপায় নেই।তাদের মধ্যে বর্তমানে যোগাযোগ রাখা ইসলামসম্মত নয়, না জায়েজ। ঐ নারীর যদি অন্যত্র বিবাহ হয় আর কোন কারণে আবার তালাকপ্রাপ্ত হন বা বিধবা হন তাহলেই কেবল পূর্বের স্বামীর সাথে বিবাহ হতে পারে, বিকল্প কোন পথ নেই। প্রয়োজনে 01762629405 (এশার পর)