আসসালামুয়ালাইকুম, স্যার, পড়াশুনার ওজরে কি নামাজ ঘরে পড়া জায়েয আছে? যেমন ফজরের নামাজ ও এশার নামাজ (৬ষ্ঠ তলা থাকি)। দোয়া কুন্নত তো একটি দোয়া সুতরাং এটা বেতেরের নামাজ ছাড়াও অন্য যে কোন নফল নামাজে শেষ বৈঠকে পড়া যাবে কি না? বা পড়লে শরিয়ত বহির্ভূত হবে কিনা?