As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3501

লেনদেন

প্রকাশকাল: 31 Aug 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার ২ টি প্রশ্ন ছিল। হয়তো একটু লম্বা এবং সম্পূরক প্রশ্ন। প্রথম প্রশ্নঃ
ধরুন আমি কারো কাছে ঋণী আছি কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না যে আমি তার ঋণ পরিশোধ করবো !
যদি খুঁজে পাই এবং লোকটি যদি বেঁচে না থাকে তা হলে তার পরিবারের কাউকে দিয়ে দিবো ঠিক আছে। কিন্তু যদি খুঁজেই না পাই তা হলে কি করবো?
দ্বিতীয় প্রশ্নঃ
মুসলমানরা মারা গেলে কবরে সোয়াল-জবাব হয়। কিন্তু ওই সকল মুসিলমানদের বেলায় কি ঘটে যারা প্লেন ক্রাশে মারা যায়, নদীতে অথবা সাগরে মারা যায় কোনো চিহ্ন থাকে না তাদের বেলায় কি ঘটে?
এবং অমুসলিম যাদের দাফন করা হয় তাদের বেলায় কি ঘটে তাদেরও কি সওয়াল-জবাব করা হয়?
কুরআন ও হাদিসের আলোকে উত্তর গুলো পেলে উপকৃত হতাম। আপনার সময় দেবার দেবার জন্য
আপনাকে ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। যদি তাকে বা তার ওয়ারিশদেরকে দীর্ঘদিন খুঁজে না পান তাহলে উক্ত টাকা তার সওয়াবের উদ্দেশ্যে কোন গরীব-মিসকিনকে দিয়ে দিবেন। ২। মারা যাওয়ার পর যে অবস্থায় থাকেবে সে অবস্থতেই তাকে প্রশ্ন করা হবে। এটা আল্লাহ তায়ালার জন্য খুব সহজ। কবর মানেই হলো মারা যাওয়ার পরের ঠিকানা।