As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3497

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 Aug 2015

প্রশ্ন

কবিরা গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে কিভাবে তওবা করবো? কোন কোন দোয়া পড়তে হবে?

উত্তর

তওবা করার জন্য নির্দিষ্ট কোন দুআ শর্ত নয়। নিজ ভাষাতে সকল গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করলেই হবে। আবার হাদীসে বর্ণিত দুআর মাধ্যমেও তওবা করা যায়। হাদীসে বর্ণিত একটি দুআ হরো سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللهَ وَأَتُوبُ إِلَيْهِ সহীহ বুখারী, হাদীস নং ৬৩০৭