As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 349

যিকির দুআ আমল

প্রকাশকাল: 13 Jan 2007

প্রশ্ন

মুহতারাম আস-সালামু আলাইকুম। আপনার রাহে বেলায়াত বই পড়ে জানতে পারি যে—এখন যেভাবে যিকির করা হয় তা রাসুল (স.) এর জামানায় ছিল না। আমার প্রশ্ন: বুখারি শারীফ দুআ চ্যাপ্টার হাদিস নং:৬৪০৮, হাদিসটি বুঝিয়ে বলবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি ভাল করে রাহে বেলায়াতের শেষ অধ্যায় তথা মাজলিসে জিকর ও জিকিরের মাজলিস পড়ুন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের সমাধান হয়ে যাবে।