As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3485

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 Aug 2015

প্রশ্ন

ব্যাংক এর কাছে কি বাসা বা দোকান ভাড়া দেওয়া যায়?

উত্তর

সুদ ভিত্তিক ব্যাংকের কাছে বাসা ভাড়া দিবেন না।আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন,(ولا تعاونوا على الإثم والعدوان) মন্দকর্ম ও সীমালংঘনের কাজে তো একে অপরকে সহযোগিতা করো না। সূরা মায়েদা, আয়াত নং ২। সুদ ভিত্তিক ব্যাংকের কাছে বাড়ি ভাড়া দেয়া মানে হারাম কর্মে সহযোগিতা করা। তাই এই থেকে বিরত থাকা প্রতিটি মূমিনের একান্ত কর্তব্য। আল্লাহ তায়ালা ভাল জানেন।