As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3481

অর্থনৈতিক

প্রকাশকাল: 11 Aug 2015

প্রশ্ন

আমার একটা প্রশ্ন আছে, হাদিস অনুযায়ী গাধার মাংস হারাম কিন্তু গাধার প্রস্রাব ঔষধ। আঙ্গুর এবং খেজুর দিয়ে তৈরি অ্যালকোহল হারাম কিন্তু শ্যাম্পু বা সৌন্দর্য পণ্যর মধ্যে সিন্থেটিক এলকোহল বা অন্যান্য alchohol ব্যবহার করা কি হারাম? কারণ এটা নেশা তৈরি করে না! আমরা শ্যাম্পু খাই না!

উত্তর

অঙ্গুর ও খেজুর থেকে উৎপন্ন অথবা এই ধরণের এ্যলকোহল খাওয়া হারাম এবং এগুলো নাপাক-অপবিত্র বস্তু। তবে খাওয়ার হারাম হলেই কোন বস্তু অপবিত্র হয়ে যায় না। যেমন মানুষের চুল, চুল খাওয়া হারাম কিন্তু পবিত্র, কারো গায়ে চুল লাগলে কোন সমস্যা নেই, কিন্তু মদ কারো গায়ে লাগলে সেটা পরিস্কার করতে হয়। এখন যদি শ্যাম্পু বা এ ধরণের প্রসাধনিতে নাপাক নয় তথা অপবিত্র নয় এমন এ্যালকোহল বা কোন বস্তু ব্যবহার করে তাহলে সেটা ব্যবহার করা হারাম হবে না। আশা করি বুঝতে পেরেছেন।