As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3478

ইতিহাস

প্রকাশকাল: 8 Aug 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি যতটুকু জানি ইমাম আবু হানিফ তার জীবদ্দশায় একমাত্র ফিকহুল আকবার ছাড়া আর কোনো গ্রন্থ লিখে যান নাই? একথা কি সত্য? যদি তাই হয়, তবে হানাফী মাযহাবের মাসয়ালা গুলো কখন কিভাবে সংকলিত হয়েছে? ইমাম আবু হানিফার মৃত্যুর ৩০০/৪০০/তার ও বেশি সময় পর তার দেয়া ফতোয়া হিসেবে লিখিত গ্রন্থসমূহ (যা হানাফী মাযহাবের অনুসারীরা অনুসরণ করে ) তা কতটা সঠিক উপায়ে ইমাম আবু হানিফার দেয়া ফতোয়াসমূহ সঠিকভাবে সংকলিত করতে পেরেছে? জানতে চাই

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আবু হানীফা রহি. এর অন্যতম প্রধান ছাত্র ইমাম মুহাম্মাদ রহি. আবু হানীফা রহি. এর ফিকহি মতামতগুলো সংকলন করতে গিয়ে ৬ টি কিতাব লিখেছেন। এই কিতাবগুলোর নাম খুবই প্রসিদ্ধ। সুতরাং তার মৃত্যুর ৩০০/৪০০ বছর পর কিতাব লিখা হয়েছে এই কথা স্পষ্ট ভুল। ইমাম আবু হানীফা রহি. থেকে হাদীসের কিতাবও আছে। যার নাম কিতাবুল আছার। তাঁর ফিকহী মতামতগুলো অত্যন্ত সঠিক পন্থায় সংরক্ষিত আছে, সন্দেহের কোন অবকাশ নেই।