আসসালামু আলাইকুম, ভাই আমার প্রথম প্রশ্ন হলো কাপরের উপর দিয়ে যদি লজ্জাস্থান এ হাত লাগে তাহলে কি ওযু ছুটে যাবে? আর আমি শুনেছি রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহিসালাম বলেছেন তোমরা যখন লজ্জাস্থান স্পর্শ করবে তখন ওযু করবে অনেক সময় গোসলের পর পেন্ট পরার সময় স্বাভাবিক ভাবে লজ্জাস্থান এ হাত লাগে তখন আমার মনে শংসয় দেখা দেয় আমার কি ওযু ছুটে গেলো
২য় প্রশ্ন ইমামের পিছনে নামায পরার সময় আমার যদি ২ রাকাত বা ৩ রাকাত নামায ছুটে যায় আর সেই ছুটে যাওয়া নামায আদায় করার সময় যদি ভুল হয় তাহলে কি সাহ সেজদা দিতে হবে জানালে উপকৃত হব