As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3477

বিবিধ

প্রকাশকাল: 7 Aug 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, ভাই আমার প্রথম প্রশ্ন হলো কাপরের উপর দিয়ে যদি লজ্জাস্থান এ হাত লাগে তাহলে কি ওযু ছুটে যাবে? আর আমি শুনেছি রাসুলুল্লাহ সাল্লালাহু আলাইহিসালাম বলেছেন তোমরা যখন লজ্জাস্থান স্পর্শ করবে তখন ওযু করবে অনেক সময় গোসলের পর পেন্ট পরার সময় স্বাভাবিক ভাবে লজ্জাস্থান এ হাত লাগে তখন আমার মনে শংসয় দেখা দেয় আমার কি ওযু ছুটে গেলো
২য় প্রশ্ন ইমামের পিছনে নামায পরার সময় আমার যদি ২ রাকাত বা ৩ রাকাত নামায ছুটে যায় আর সেই ছুটে যাওয়া নামায আদায় করার সময় যদি ভুল হয় তাহলে কি সাহ সেজদা দিতে হবে জানালে উপকৃত হব

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। না, কাপড়ের উপর দিয়ে লজ্জাস্থানে হাত দিলে ওযু ভঙ্গ হবে না। আর যদি সরাসরি হাত লাগে সেক্ষেত্রে ফকীহদের মধ্যে মতের ভিন্নতা আছে। তবে গ্রহনযোগ্য মত হলো ওযু নষ্ট হবে না। ২। হ্যাঁ, ছুটে যাওয়া নামাযে ভুল হলে সাজদায়ে সাহু দিতে হবে।