আসসালামুয়ালাইকুম ভারত থেকে বলছি । আমি সরকারি চাকুরী করি। আমার duty 6 টা থেকে দুপুর 3 টা পর্যন্ত । আমি কি duty চলাকালীন জুমার নামাজ পড়তে যেতে পারি। যদি আমি নামাজ পড়তে যায় তাতে আমার duty এর কাজের কোনো ক্ষতি হয়না, কিন্তু বাইরে বেরোনোর কোনো permission দেয়না। তবুও বাইরে বেরোনো যায়। তাই আমি কি করবো বুঝতে পারছি না। হাদিসের আলোকে কি করবো