As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3469

সালাত

প্রকাশকাল: 30 Jul 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ। আল্লাহ আমাদের শ্রদ্ধেয় আলেমদের জ্ঞান আরো বৃদ্ধি করে দিক যাতে করে তারা আমাদের রাসুল (স) পথ অনুযায়ী ইসলাম পালন করায় সহযোগীতা করতে পারেন। আমার এক আত্নীয় আজ মাগরীবের নামায পড়ে নি। সে প্রায় নিয়মিত ভাবেই নামায পড়ে। কিন্তু আজকে ঐ আত্নীয়ের সন্তান (বয়স প্রায় দুই বছর) অসুস্থ ছিল এবং তার সন্তান কিছুতেই তার কোল থেকে সরতে চাচ্ছিল না। তাই তার সন্তানের কথা ভেবে সে নামায কাযা করেছে। এখন প্রশ্ন হল এ ধরনের কারনের জন্য নামায কাযা করা জায়েজ আছে কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। মাগরীবের সময় প্রায় ১ ঘন্টা স্থায়ী থাকে। সূর্য ডোবার পর থেকে এশার সময় হওয়া পর্যন্ত। এই সময়ের মধ্যে সুযোগ করে অবশ্যই নামায পড়ে নিতে হবে। এভাবে নামায কাজা করা গ্রহনযোগ্য নয়।