আসসালামু আলাইকুম শায়েখ। আল্লাহ আমাদের শ্রদ্ধেয় আলেমদের জ্ঞান আরো বৃদ্ধি করে দিক যাতে করে তারা আমাদের রাসুল (স) পথ অনুযায়ী ইসলাম পালন করায় সহযোগীতা করতে পারেন। আমার এক আত্নীয় আজ মাগরীবের নামায পড়ে নি। সে প্রায় নিয়মিত ভাবেই নামায পড়ে। কিন্তু আজকে ঐ আত্নীয়ের সন্তান (বয়স প্রায় দুই বছর) অসুস্থ ছিল এবং তার সন্তান কিছুতেই তার কোল থেকে সরতে চাচ্ছিল না। তাই তার সন্তানের কথা ভেবে সে নামায কাযা করেছে। এখন প্রশ্ন হল এ ধরনের কারনের জন্য নামায কাযা করা জায়েজ আছে কি?