As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3468

বিতর

প্রকাশকাল: 29 Jul 2015

প্রশ্ন

বিতরের নামাজের তিন রাকাত পরার সঠিক পদ্দতি সম্পর্কে একটু বিস্তারিত জনালে ভাল হত দলিল সহকারে । ১। আমাদের দেশে প্রচলিত যেভাবে পরানো হয় অনেকে বলে সেটা নাকি সঠিক না… তাদের কথা হল শেষ রাকাতে সূরা পরার পর যে তাকবির দিয়ে হাত উঠানো হয়, জাকে উলটা তাকবির বলে ওইটা নাকি হাদিস দ্বারা প্রমানিত না, যদি কেউ তাকবির না দিয়ে সূরা পরার পর কুনুত পরে নেয় তাহলে কি কোন সমস্যা আছে । অথবা সূরা শেষ করে কুনুত না পরে রুকুতে চলে গেলে কি কোন সমস্যা আছে, কুনুত কি সবসময় পরতেই হবে …। ২। দই রাকাত পরে সালাম ফিরিয়ে এক রাকাত পরলে কুনুত যদি রুকুর আগে পরি তাহলে কি তাকবির দিয়ে রফউল ইয়াদাইন কি করে তারপর কুনুত পরতে হবে, না সূরা শেষ করে তাকবির না দিয়ে সরাসরি কুনুত পরতে হবে তাহলে কি ঠিক হবে … এই নিয়মের কিছু হাদিস যদি দিতে পারেন তাহলে অনেক ভাল হয় । কোন কোন সাহাবি দুই রাকাত পরে এক রাকাত বিতর পরেছে … কুনুতে নাজেলা না, রাতের কুনুত বা বিতরের কুনুত পরেছে সে হাদিস গুলা দিতে পারলে ভাল হয় …
আমি সুনেছি যে রাসুল সঃ নাকি বিতরে কুনুত রুকুর আগে পড়েছেন … আর কুনুতে নাজেলা নাকি রকুর পরেছেন এই কথা টা কি সত্য । ৩। আর যদি ৩ রাকাত এক সাথে পরি ২ রাকাত পরে যদি না বসি তাহলে কি ঠিক হবে

উত্তর

সব প্রশ্নের উত্তর আমাদের ওযেবসাইযে দেয়া আছে। বিতর লিখে সার্স দিন চলে আসবে। আর সাধারণ মানুষ হিসেবে সমাজে যেভাবে বিতর প্রচলিত আছে সেভাবেই পড়ুন। এটা হাদীসসম্মত। বেশী গবেষণার দরকার নেই। এসব করে আপনি কোন কিনারা পাবেন না, এগুলো সবার কাজও না।