As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3461

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 22 Jul 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমার বোন পালিয়ে বিয়ে করে। আমার পুলিশ নিয়ে তাকে বাসায় আনতে গেলে সে আমাদের গালাগালি করে এবং আমাদের অস্বীকার করে। সে আমাদের সাথে থাকতে চায় না। ফলে আমার বাবা মনে কষ্ট পায় এমতো অবস্থায় আমার তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বোনকে পর্দায় করেত বাধ্য করেছেন কি না? পড়াশোনা ছেলেদের সাথে করতো কি না? ইসলামী আইন-কানুন, আদব-আখলাক শিখেয়েছেন কি না, মোবাইল কিনে দিয়েছিলেন কি না, এগুলো তো লিখলেন না। যদি পর্দা করে, ছেলেদের সাথে পড়াশোনা না করে ইসলামী আইন-কানুন মেনে চলে, নামায-রোজা করে, মোবাইল ব্যবহার না করে তাহলে তো পালানোর কথা না। পালানোর সকল বন্দোবস্ত করে এখন পালালে শাস্তি দিবেন, এটা তো ঠিক হবে না। গিয়েছে এখন মেনে নিন। সম্পর্ক ছিন্ন করা কোন সমাধান নয়। আপনাদের ভুলের কারণে এটা হয়েছে, ভুল স্বীকার করে সম্পর্ক স্বাভাবিক করুন। পুলিশ দিয়ে এসব ঠিক করা যায় না।