আসসালামুয়ালাইকুম,১। আমার খালু আপাতত বেকার, তার তিন ছেলে পড়াশোনা করে, গাজীপুরে তাদের নিজেদের বাড়ী, গ্রামেও কিছু সম্পত্তি আছে মনে হয়, খালাত ভাইয়ের MBA এর প্রজেক্টের জন্য একটা ল্যাপটপ লাগবে এখন কেনার সামর্থ নাই, এখন আমার ব্যাংকে কিছু টাকা ছিলো যা থেকে সুদ আসে এই সুদ টা কি তাকে ল্যাপটপ কিনার জন্য দান করা যাবে কি না?
সুদের টাকা সওয়াব ছাড়া কোথায় দান করা সবচেয়ে উত্তম? আমি চাচ্ছি না মাদ্রাসায় এই টাকা তালিবে ইলম এর কাজে ব্যবহৃত হোক।