আসসালামু আলাইকুম, প্রশ্ন ১ঃ সহিহ বঙ্গানুবাদ এর তাফসীরুল কোরআন-এর নাম বলবেন দয়াকরে।
প্রশ্ন ২ঃ জামাতে সালাত আদায়ের সময় মুক্তাদি রুকু-সিজদা ইত্যাদি করার সময় তাকবির দেয়ার বিধান কি? তাকবির দিতে ভুলে গেলে সালাতের কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন ৩ঃ অফিসে জামাতে সালাত আদায় করার জন্য আজান দেয়ার প্রয়োজন আছে কি? উল্লেখ্য অফিসে মসজিদের আজান শোনা যায়।