As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3450

সালাত

প্রকাশকাল: 11 Jul 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম, প্রশ্ন ১ঃ সহিহ বঙ্গানুবাদ এর তাফসীরুল কোরআন-এর নাম বলবেন দয়াকরে।
প্রশ্ন ২ঃ জামাতে সালাত আদায়ের সময় মুক্তাদি রুকু-সিজদা ইত্যাদি করার সময় তাকবির দেয়ার বিধান কি? তাকবির দিতে ভুলে গেলে সালাতের কোন ক্ষতি হবে কি?
প্রশ্ন ৩ঃ অফিসে জামাতে সালাত আদায় করার জন্য আজান দেয়ার প্রয়োজন আছে কি? উল্লেখ্য অফিসে মসজিদের আজান শোনা যায়।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। আপনি তাফসীরে তাওযীহুল কুরআন পড়তে পারেন। ২। প্রথম তাকবীর বাদে রুকু-সাজদার ইত্যাদির সময় তাকবীর বলা সুন্নাত। ইচ্ছাকৃত বাদ দিবে না, ভুলে গেলে সালাতের কোন ক্ষতি হবে না ইনশাআল্লাহ। ৩। আজান না দিলেও সমস্যা নেই।