As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3437

আকীকা

প্রকাশকাল: 28 Jun 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম। একটা মানুষ যখন জন্ম নেয়, তার বাবার সামর্থ্য ছিল না আকিকা দেওয়ার । এখন তার বাবারও সামর্থ্য আছে এবং তার নিজেরও সামর্থ্য আছে। এখন সে যদি তার নিজের টাকাই আকিকা দেয় তাহলে কি তার আকিকা হবে? নাকি তার বাবাকেই দিতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যে কোন একজন দিলেই হবে।