As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3419

হালাল হারাম

প্রকাশকাল: 10 Jun 2015

প্রশ্ন

আমরা দেখতে পাই যে অনলাইনের প্রায় সকল ওয়েবসাইটে বিজ্ঞাপণ দিয়ে থাকে । যার অধিকাংশ বিজ্ঞাপণেই নারী ছবি বা বিভিন্ন হারাম জিনিস ব্যাবহার করে থাকে। আবার অপর দিকে ইউটিউব ভিত্তিক চ্যানেল গুলোর প্রায় সবাই তাদের
ভিডিও তে বিজ্ঞাপণ দিয়ে থাকে। এক্ষেত্রেও অধিকাংশ বিজ্ঞাপণেই নারী ছবি বা বিভিন্ন হারাম জিনিস ব্যাবহার করে থাকে। এখন জ্ঞান অর্জন, বই পড়া,খবর পরা,গবেষণা,কোন কিছু জানা ইত্যাদির জন্য আমাদের
এই ভিডিও দেখতে হয় এবং ওয়েবসাইটে ঢুকতে হয়। এখন এই ক্ষেত্রে আমাদের এইগুলো জায়েজ হবে কি?উদাহরণ হিসেবে আমি https://www.freelancer.com/ এ data entryর কাজ করতে
চাই। তাই উক্ত কাজ শিখতে ইউটিউবের ভিডিও দেখি। কিন্তু উক্ত ভিডিও তে হাল্কা মিউজিক এবং মাঝেমধ্য বিজ্ঞাপণ আসে।

উত্তর

প্রয়োজনে ইন্টারনেট ব্যবহার করতে হয়। তবে চেষ্টা করবেন যতটা সম্ভব এগুলো এড়ানো যায়।