As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3418

বিবিধ

প্রকাশকাল: 9 Jun 2015

প্রশ্ন

আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন আগে অনেকগুলো প্রশ্ন করছেলিাম (প্রতিবার দুটি করে বেশ কয়েকবার)। এখনও উত্তর পাওয়া যায়নি। তাই এখানে আবার প্রশ্নগুলো রাখলাম। &উত্তর পেলে উপকৃত হবো ইনশাল্লাহ । । প্রশ্নগুলো নিম্নে দেওয়া হলোঃ
০১) কাবলাল জুম্মার পর যে আযান হয় তার সাথে সাথে উত্তর দেয়া ও তার পরে আযানের দুআ পড়া কী সুন্নাহসম্মত? যদি সুন্নাহসম্মত হয়, তবে কী কাবলল জুম্নার পরপরই খুতবা শুরু না করে মুসল্লিদের আযানের দুআ পড়ার জন্য সময় দেয়া সুন্নাহসম্মত?
০২) জুম্মার দিন মূল খুতবার আগে বাংলা খুতবা চলাকালীন অবস্থায় কোন মুসল্লি মসজিদে উপস্থিত হলে তার জন্য, তাহিয়াতুল মসজিদ পড়া কী সুন্নাহসম্মত?
০৩) জামাতে কোন রাকআত ছুটে ;গেলে, ইমাম সাহেব সালাম ফেরানোর ঠিক কোন সময়ে সেই মুক্তাদিরের জন্য উঠে দাড়ানো সুন্নাহসম্মত? এক্ষেত্রে ;উঠে দাড়ানোর সময় কোন কিছু পড়তে হবে (যদি কোন দুআ পড়তে হয়, সেক্ষেত্রে মাসনুন দুআ কী?) না চুপচাপ দাঁড়িয়ে যাওয়াই সুন্নাহসম্মত?
০৪) জামাতে কোন রাকআত ছুটে গেলে ঐ মুক্তাদির যদি ইমামের সাথে ভুলে সালাম ফিরিয়ে ফেলে তবে তার জন্য সুন্নাহ অনুসারে কী করণীয়? ০৫) আযান চলাকালীন অবস্থায় উযু করার সময় অথবা ওজুরত অবস্থায় আযান হতে থাকল আযানের উত্তর দেয়ার সুন্নাসম্মত বিধান কী? উযুর ও আযান একই সময়ে শেষ হলে কোন দুআ আগে পড়া সুন্নাহসম্মত-দরুদ-ই-ইব্রাহীমসহ আযানের দুআ নাকি উযুর দুআসমূহ?
০৬) ইফতার চলাকালীন মাগরিবের আযানের উত্তর দেয়া ও আযান শেষে দরুদ-ই-ইব্রাহীমসহ আযানের দুআ পড়া এবং ইফতারের দুআসমূহ পড়ার মাসনুন পদ্ধতি কী (অর্থাৎ কোন দুয়ার পর কোনটি পড়বে?)
০৭) বাড়িতে প্রবেশের দুআ কখন পড়া সুন্নাসম্মত- বাড়ির বাউন্ডারির প্রধান ফটক দিয়ে প্রবেশের সময়, না প্রধান ফটক দিয়ে প্রবেশ করে মূল বাড়ির দরজা দিয়ে প্রবেশের সময়? ০৮) জুতা খোলার সময় বিসমিল্লাহ বলা কী সুন্নাহসম্মত?
০৯) (সালাতের বাইরে) দরুদ-ই-ইব্রাহিম পড়ার শুরুতে বিসমিল্লাহ বলা কী সুন্নাহসম্মত?
১০) গোসলরে সময় ওজু করে গোসল শুরু করলে গোসল শষে ওজুর দুআসমূহ পড়া কি সুন্নাহসম্মত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমরা চেষ্টা করি দ্রুত উত্তর দেয়ার। বিভিন্ন কারণে বিভিন্ন সময় কিছুটা দেরী হতে পারে, আবার অপ্রাসঙ্গিক হওয়ার কারণে অনেক সময় উত্তর দেয়া হয় না। আপনার কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। ১। হ্যাঁ, দ্বিতীয় আজানের উত্তর দেয়া এবং তারপর দুআ পড়া সুন্নাহসম্মত। এখানে কিছুটা সময় দেয়া উচিৎ। ২। হ্যাঁ, এই সময় তাহিয়াতুল মসজিদ পড়া সুন্নাহসম্মত। ৩। উঠে দাড়ানোর সময় আল্লাহু আকবার বলবে, আর ইমাম সাহেবের দুদিকে সালাম ফিরানোর পর মুক্তাদি দাঁড়াবে। ৪। ভুলে সালাম ফিরালে নামাযের কোন সমস্যা হবে না। ঐ অবস্থায় উঠে নামায আদায় করবে, সাজদায়ে সাহু দেয়া লাগবে না। ৫। ওযুর মাঝে ওযুর কোন দুআ নেই। বিসমিল্লাহ বলে ওযু শুরু করতে হবে। শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকালাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু। এই কালীমা পড়বে। ওযু চলাকালীন আযানের জবাব দেয়া যাবে। ওযুর শেষে উপরের কালিমা উপরের কালিম পড়ে আজান শেষের অন্যান্য দুআ-দরুদ পড়বেন। ৬। আগে পরের নির্দিষ্ট কোন পদ্ধতি নেই। যে কোন সময় পড়লেই হবে। ৭। যে কোন এক জায়গাতে পড়লেই হবে। ৮। যে কোন কাজ করার শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নাহ। ৯। দরুদ পড়তে বিসমিল্লাহ বলার প্রয়োজন নেই। ১০। পড়তে পারেন। কিছু বিষয় থাকে যেগুলো নিজে সামান্য চিন্তা করলেই বুঝা যায়। সামনে প্রশ্ন করার সময় বিষয়টি খেয়াল রেখে বাকী প্রশ্ন আবার করবেন।