ওয়া আলাইকুমুস সালাম । নিকটে কোথাও গেলে বাস থেকে নেমে সালাত আদায় করবেন। দূরের যাত্রার সময় বাস মাঝে বিরতি দেয়। চেষ্টা করবেন তখন নামায পড়ার জন্য। প্রয়োজনে যুহরের সালাত শেষ ওয়াক্তে বা প্রথম ওয়াক্তে পড়তে পারেন। মাগরিবও শেষ ওয়াক্তে ইশার আগে পড়তে পারেন। কোন ভাবেই যদি বাসের ভিতরে ছাড়া নামায আদায় সম্ভব না হয়। তাহলে যতটা সম্ভবি ক্বিবলামুখি হয়ে সাজদা দিয়ে নামায আদায়ের চেষ্টা করবেন। বর্তমানে ওযু না থাকার কোন সুযোগ নেই। বাসে উঠার সময় বোতলে পানি নিয়ে উঠবেন অথবা বাসের কোন কর্মীর কাছে টাকা দিবেন, সে পানি নিয়ে আসবে। সবচেয়ে ভালো হবে বাস যখন বিরতি দিবে তখন ওযু করে সালাত আদায় করা।