As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3397

বিবাহ-তালাক

প্রকাশকাল: 19 May 2015

প্রশ্ন

আস্সালামুআলাইকুম্, আমি ভারত(পশ্চিমবঙ্গ) থেকে আব্দুল কাদিরুল বাতিন বল্ছি। আমার এক বন্ধু এক্টি মেয়েকে ভালবাসে। তারা দুজনেই হিন্দু এবং বিয়ে করতে চায়। কিন্তু তাদের বাবা মা এই বিয়েতে রাজি নন। তাই তারা রেজিস্ট্রি অফিসে বিয়ে (court marriage) করতে চাই এবং আমাকে এই বিয়ের সাখ্য়ী (witness) থাকার জন্য় অনুরোধ করেছে । এখন আমার প্রশ্ন হলো আমি এক্জন মুসলমান হয়ে এই হিন্দু বিয়েতে সাখ্য়ী দেওয়া যায় কি? এতে কি কোনো শারিয়াতী বিধান আছে? দয়া করে আমাকে উত্তর দিয়ে বাধিত করবেন। ধন্য়বাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিয়ে একটি ধর্মীয় উৎসবের মত উৎসব। সুতরাং একজন মুসলিমের জন্য হিনদুদের বিবাহে সাক্ষী দেওয়া উচিত হবে না। তাছাড়া ইসলাম ধর্মের দৃষ্টিতে এটা একটি অনর্থক কাজ, হিন্দুদের বিয়েতে হিন্দুরা সাক্ষী হবে, মুসলিম সাক্ষী হবে কেন? আর সুরা মূমিনুনের শুরুতে অনর্থক কাজ থেকে মূমিনদের দূরে থাকতে বলা হয়েছে। তাই আপনি এই বিবাহে সাক্ষী দিবেন না।আপনার প্রশ্নটি আমি শায়খ ড. জাকারিয়া মজুমদার হাফিজাহুল্লাকে বললে তিনি এমন উত্তরই দিয়েছেন।