As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 3396

বিবাহ-তালাক

প্রকাশকাল: 18 May 2015

প্রশ্ন

ছেলের পরিবার এবং মেয়ের পরিবার উভয় পক্ষের সম্মতিতে মোহরানা নির্ধারন করে বিবাহের রেজিস্ট্রি সম্পন্ন করা হয়েছে। যেহেতু রেজিস্ট্রি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে বিবাহ (যদি আমার ভুল না হয়) তাহলে এমতাবস্থায় ছেলে এবং মেয়ের মধ্যে মোবাইলে যোগাযোগ করা জায়েজ হবে কি?

উত্তর

আমরা কিছু বিষয় অহেতুক জটিল করি। দুইজন সাক্ষীর ভিত্তিতে ইজাব কবুলের মাধ্যমে মেয়ের পরিবারের সম্মতিতে বিবাহ হয়ে থাকলে সেটা বিবাহ। এখন যদি ছেলে বা মেয়ে না জানে তাদের কাছে যদি সম্মতি না নেয়া হয়, লিখিত হোক বা মৌখিক হোক তাহলে সেটা বিবাহ নয়। বিবাহ হয়ে গেলে তো সবকিছু জায়েজ, শুধু কথা নাকি। যখন এমন প্রশ্ন উঠছে তখন স্থানীয় কোন আলেমের থেকে বিষয়টি বিস্তারিত জেনে নিন।