আসসালামুয়ালাইকুম, স্যারের কাছে আমার কিছু প্রশ্ন ছিল, বিয়ের জন্য আমার মা বাবা ছেলে দেখছেন, তাদের একজনকে পছন্দও হয়েছে, তারা সেখানে কথা আগাতে চান । কথা বলা অথবা প্রশ্ন করার সুযোগ যদি আমি পাই তাহলে কি কি ব্যাপারে প্রশ্ন করা উচিত? এবং কিভাবে করা উচিত? ছেলের বাবা সুদী ব্যাংকে চাকরী করতো কিন্তু জামাতে নামাজ পড়ে, ছেলে ডাক্তার এবং তার ইনকাম হালাল। তবে তার দাঁড়ি নাই, আচার ব্যাবহার ভালো, নামাজী । এই ছেলেকে কি বিয়ে করতে অসুবিধা আছে?